ঢাকা ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্বের সঙ্গে সঙ্গতি রক্ষায় দক্ষতা অর্জনের বিকল্প নেই : রবি ভিসি

তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্বের সঙ্গে সঙ্গতি রক্ষায় দক্ষতা অর্জনের বিকল্প নেই : রবি ভিসি

ইউএনডিপি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশন কর্তৃক যৌথভাবে আয়োজিত সারাদেশব্যাপী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জ প্রতিযোগিতার ক্যাম্পাস এক্টিভেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের টেগোর লেকচার থিয়েটারে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন রবির উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মো. শাহ্ আজম।

তিনি বলেন, রবি মূলত একটি সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়। বর্তমান বিশ্বে তথ্য- প্রযুক্তির যে সুবিস্তৃত প্রভাব, তাকে স্বীকার করে নিয়েই, যুগের সঙ্গে সঙ্গতি রক্ষার স্বার্থে আমাদেরও তথ্য যোগাযোগ প্রযুক্তিতে দক্ষতা অর্জন করতে হবে। কিভাবে এর থেকে আমরাও সর্বোচ্চ সুফল লাভ করতে পারি, সেদিকে মনোযোগ দিতে হবে। আমাদের তরুণ শিক্ষার্থীরা খুবই ইনোভেটিভ। তাদের সম্মিলিত প্রয়াসে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ নির্মিত হবে। এক্ষেত্রে তরুণ সমাজকে অবশ্যই সৎ, দেশপ্রেমিক এবং কর্মঠ হতে হবে। দক্ষ মানব সম্পদই পারে উন্নয়ন সাধন করতে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে লক্ষ্য নিয়ে রবি প্রতিষ্ঠা করেছেন, সেই উদ্দেশ্য পূরণ করতে তরুণ গ্র্যাজুয়েটগণ সক্ষম হবে। এ প্রতিযোগিতার মূল বিষয় হচ্ছে বাংলাদেশের সামাজিক কিছু সমস্যার টেকসই সমাধান তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে অন্বেষণ করা।

ঢাকাস্থ নরওয়ে এ্যাম্বাসির অর্থায়নে এই প্রোগ্রামটি পরিচালনা করে চকবোর্ড লিমিটেড। রাজশাহী অঞ্চলের ক্যাম্পাস অ্যাক্টিভেশন প্রোগ্রামের স্বাগতিক প্রতিষ্ঠান হিসেবে রবির এ আয়োজনে সার্বিক সহায়তা করেছে। এ প্রোগ্রামে রবির দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

তথ্য,দক্ষতা,বিকল্প
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত